ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নারী স্পিকারদের ফোরামে বাংলাদেশের মা ও শিশু মৃত্যুহার হ্রাসে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি প্রশংসিত হয়েছে। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে অংশগ্রহণ করেন। সাধারণ অধিবেশনে স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের...

